আজকে কি ব্যাংক খোলা আছে? জেনে নিন

আজকে ব্যাংক খোলা রয়েছে কিনা এ সংক্রান্ত তথ্য জেনে নিতে হলে আপনাকে যে বিষয়ের প্রতি নজর দিতে হবে সেটি হল ব্যাংকের কর্ম দিবস কোন দিন? যে কোন ব্যাংকের কর্ম দিবসের দিনে ব্যাংক খোলা থাকবে এবং অন্যান্য দিনগুলোতে ব্যাংক বন্ধ থাকবে।

সে ক্ষেত্রে, আজকে কি ব্যাংক খোলা আছে এই সংক্রান্ত তথ্য আপনি তখনই জেনে নিতে পারবেন, যখন ব্যাংকের বর্তমান সময়ের কর্ম দিবস সম্পর্কে আপনি অবগত হতে পারবেন।

এবং এই সংক্রান্ত যাবতীয় তথ্য এখানে আলোচনা করা হবে, যাতে করে আপনি খুব সহজেই জেনে নিতে পারবেন আজকে কি ব্যাংক খোলা আছে?

আজকে কি ব্যাংক খোলা আছে?

যে সমস্ত দিনে ব্যাংক খোলা থাকে, অর্থাৎ ব্যাংকের যে কর্ম দিবস রয়েছে সে সমস্ত কর্ম দিবস সংক্রান্ত তথ্য নিচে তুলে ধরা হলো।

সপ্তাহের দিনখোলার সময় (সকাল)বন্ধের সময় (বিকাল)
রবিবার১০.০০ am৩.৩০ pm
সোমবার১০.০০ am৩.৩০ pm
মঙ্গলবার১০.০০ am৩.৩০ pm
বুধবার১০.০০ am৩.৩০ pm
বৃহস্পতিবার১০.০০ am৩.৩০ pm
শুক্রবারবন্ধ থাকবেবন্ধ থাকবে
শনিবারবন্ধ থাকবেবন্ধ থাকবে

আপনি যদি উপরে উল্লেখিত তথ্যের দিকে নজর করেন তাহলে দেখতে পারবেন ব্যাংকের যে কর্ম দিবস হয়েছে সেই কর্ম দিবস প্রায় প্রতিদিনই, শুধুমাত্র শুক্রবার , শনিবার বাদে। অর্থাৎ শুক্রবার,শনিবার বাদে আপনি যদি কোনদিন ব্যাংকে চলে যান, সে ক্ষেত্রে ব্যাংক খোলা থাকবে এবং আপনি ব্যাংক থেকে সেবা গ্রহণ করতে পারবেন।

তবে এখানে আরেকটি বিষয় বলে রাখা ভালো আর সেটি হল সরকারি যে সমস্ত ছুটির দিন রয়েছে সে সমস্ত ছুটির দিনে ব্যাংক বন্ধ থাকে। সে ক্ষেত্রে আপনাকে যে তথ্যটি সংগ্রহ করে নিতে হবে সেটি হল আজকে সরকারি ছুটির দিন রয়েছে কিনা।

যদি আজকে সরকারি ছুটির দিন থাকে তাহলে আজকে বাধ্যতামূলকভাবে ব্যাংক বন্ধ থাকবে।

সরকারি ছুটির দিন

এবার আপনি যদি সরকারি ছুটির দিন দেখে নিতে চান অর্থাৎ বর্তমান বছরের জন্য সরকারি ছুটির দিন সংগ্রহ করে নিতে চান কিংবা যে সমস্ত দিনে বাধ্যতামূলক সরকারি ছুটি থাকে সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ করে নিতে চান, তাহলে সেটি নিচে থেকে সংগ্রহ করে নিতে পারেন।

উপরের উল্লেখিত লিংক থেকে আপনি যদি পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেন সেক্ষেত্রে এই পিডিএফ ফাইল এর মধ্যে সরকারি ছুটির দিন সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন।

যেদিন সরকারি ছুটি রয়েছে সে সমস্ত দিনের তথ্য সংগ্রহ করে নিতে পারবেন। এবং আপনি যখন ব্যাংকে যাওয়ার ইচ্ছা পোষণ করবেন সে ক্ষেত্রে সেই সরকারি ছুটির দিনে ব্যাংকে গেলে কোন রকমের সেবা পাবেন না।

অর্থাৎ সরকারি ছুটির দিন এবং শুক্রবার বাদে প্রায় প্রতিদিনই ব্যাংক খোলা থাকে।

Read: ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে জেনে নিন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top